শীতলকুচি: বাউদিয়া বাজার এলাকায় রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় নিহত এক ও গুরুতর জখম এক, ঘটনাস্থলে পুলিশ
বাউদিয়া বাজার এলাকায় রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় নিহত এক ও গুরুতর জখম এক। পুলিশ সূত্রে জানা যায় গতরাতে বাউদিয়া বাজার এলাকায় রাজ্য সড়কে ডাম্পারের ধাক্কায় পথদুর্ঘটনায় একজন নিহত হয় ও একজন গুরুতর আহত হয়। জানা যায় একটি বাইকে দুজন যাচ্ছিলো ।তাদের বাড়ি আলিপুরদুয়ার জেলার শালকুমার হাটে। বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় একজন নিহত হয় একজন গুরুতর আহত হয়। গভীররাতে দুর্ঘটনা ঘটায় পথ দুর্ঘটনা কিভাবে ঘটে তা স্পষ্ট জানা যায়নি।