নলহাটি ১: নলহাটী ১ ব্লক কমিটি সমবায় বাঁচাও মঞ্চের পক্ষ থেকে আজ সমবায় সপ্তাহ পালন করা হলো নলহাটিতে
নলহাটী ১ ব্লক কমিটি সমবায় বাঁচাও মঞ্চের পক্ষ থেকে আজ সমবায় সপ্তাহ পালন করা হলো নলহাটিতে। আজ বৃহস্পতিবার সকাল ১০ঃ৩০ টা নাগাদ নলহাটি CPIM দলীয় কার্যালয়ে সংগঠনের পতাকা উত্তোলন করে পালন করা হলো সমবায় সপ্তাহ, সমবায় বাঁচাও মঞ্চের নলহাটি ১ ব্লক কমিটির পক্ষ থেকে। সংগঠনের পতাকা উত্তোলন করেন সংগঠনের প্রবীণ নেতা গোরাচাঁদ গুপ্ত, এছাড়া উপস্থিত ছিলেন কমরেড সৌভাগ্য মাল সহ অন্যান্য কমরেডরা। পতাকা উত্তোলনের মাধ্যমে আজ নলহাটিতে পালন করা হলো সমবায় সপ্তাহ।