জয়নগর ১: বিয়ে বাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা প্রাণ গেলো ১বৃদ্ধের
বিয়ে বাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা প্রাণ গেলো ১ আহত বেশ কয়েকজন দক্ষিণ ২৪ পরগনা জয়নগর: গভীর রাতে বিয়ে বাড়ি থেকে খাওয়া-দাওয়া করে বাড়ি ফেরার পথে ঘটলো মর্মান্তিক দুর্ঘটনা। কুলতলি থানা এলাকার ১১ সুরেন বাবুরচক নম্বর থেকে একটি বিয়ে বাড়ির দল জয়নগর থানার বিশ্বাসচকের বিয়ে বাড়িতে এসেছিল। এরপর তারা ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া করার পর বাড়ি ফিরছিলেন মোটর ভ্যানে করে। সেই সময় হঠাৎ বকুলতলা থানা এলাকা নওপুকুরিয়াতে মোটর ভ্যানের চাকা বাস্ট করে।