দীর্ঘদিনের সমস্যা মেটাতে শেষমেষ শান্তিপুরের প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের ওপরেই ভরসা রাখলেন হরিপুরের চাষীরা। শান্তিপুরের হরিপুরে চাষীদের দীর্ঘদিনের সমস্যা তাঁদের জমি সংক্রান্ত, অভিযোগ শান্তিপুর পৌরসভা চার চার বার মিটিং করেও কোন সমাধান করার চেষ্টাও করেনি, বিধায়কও তাঁদের সমস্যার সমাধান তো দূরের কথা চাষীদের কথার গুরুত্বও দেননি, অবশেষে হরিপুরের চাষীরা শান্তিপুরের প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের দ্বারস্থ হন, গতকাল ওই সকল চাষীদের ডাকে সাড়া দিয়ে