কেশপুর: কেশপুরের সিরিষবনী গ্রামের রঞ্জিত দোলই ও রঘুনাথ দোলই এর মাটির কাঁচা বাড়ি বিপর্যস্ত
পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত শিরিষবনী গ্রামের রঞ্জিত দোলই, রঘুনাথ দোলই এদের মাটির কাঁচা বাড়ি বিপর্যস্ত। বাড়ির কিছু কিছু অংশে ধাস নিতে আরম্ভ করেছে। বিপর্যস্ত বাড়ি যেকোনো সময় ভেঙে পড়তে পারে কাঁচা মাটির বাড়ি। হতাশ বাড়ির পরিবারের লোকজন।আজ বেলা ১১টা নাগাদ এমনই চিত্র দেখা গেল কেশপুর ব্লকের শিরিষবনী গ্রামেতে