আউশগ্রামের ডাঙ্গাপাড়ায় জঙ্গল লাগোয়া ধানজমি থেকে উদ্ধার নরকঙ্কাল। ঘটনাকে কেন্দ্র করে রবিবার আনুমানিক বিকাল ৫টা নাগাদ চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার খবর পেয়ে নরকঙ্কালটিকে উদ্ধার করে পুলিশ। তারা গোটা জায়গাটিকে ঘিরে রাখার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডাঙ্গাপাড়ার বাসিন্দা মোরসেলিম মোল্লা এদিন মাঠে গিয়ে নিজের ধান জমিতে ওই নরকঙ্কালটিকে পড়ে থাকতে দেখেন। তারপরেই ঘটনার খবর পেয়ে এলাকায় যায় পুলিশ।