বর্ধমান ১: কোন BLO-র চাপ নেই,যদি চাপ থাকে মমতা ব্যানার্জির জন্য,বর্ধমানের জেলা BJP-র কার্যালয়ে এসে এমনি মন্তব্য শুভেন্দু অধিকারী
মঙ্গলবার দুপুর ২টো নাগাদ বর্ধমানের জেলা বিজেপি কার্যালয়ে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, কোন blo-র চাপ নেই, যদি কোন চাপ থাকে মমতা ব্যানার্জির জন্য, 28 শে নভেম্বর তৃণমূলকে সময় দিয়েছে নির্বাচন কমিশন-ওই ছ জন যারা বসে আছে তারা বিএলও নাকি!ভাইপোর সঙ্গে ছবি পোস্ট করব। কোনও বিএলও চাপে নেই।কোনও চাপ বা অসহযোগিতা থাকলে মুখ্যমন্ত্রীর জন্য আছে।