পথ দুর্ঘটনা রুখতে বিশেষ নজরদারি শুরু করেছে কৃষ্ণনগর পুলিশ জেলা। জেলার বিভিন্ন থানায় বাড়ানো হয়েছে তৎপরতা। জাতীয় সড়কে গাড়ি চালানোর সময় সাধারণ মানুষকে বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানাচ্ছে পুলিশ। পাশাপাশি দুর্ঘটনা প্রবণ জাতীয় সড়কের ব্ল্যাক স্পটগুলি চিহ্নিত করে সরেজমিনে পরিদর্শনও করছে পুলিশের আধিকারিকরা। পুলিশের এই উদ্যোগে পথ দুর্ঘটনা কমবে বলে আশা করা হচ্ছে।