গলসি থানার অন্তর্গত রামগোপালপুর এলাকার এক ক্লাব ঘর প্রাঙ্গণ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল গলসি থানার পুলিশ। মৃত ব্যক্তির নাম হারাধন বাগদি (৫৫) গলসি থানার মোল্লাসারুল গ্রামে তার বাড়ি। মৃতের পরিবার সূত্রে জানা গেছে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিল হারাধন বাগদি। বাড়িতে থাকতেন না এদিকে ওদিকে ঘুরে বেড়াতেন তিনি। বেশ কিছুদিন আগে রামগোপালপুর দিদির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তিনি বেরিয়েও ছিলেন। কিন্তু রামগোপালপুর এলাকার একটি ক্লাবে তিনি থাকতেন।