আলিপুরদুয়ার ১: আলিপুর দুয়ার ডুয়ার্স কন্যার সামনে চিৎকার চেঁচামেচিতে নাজেহাল সাধারণ বাসিন্দারা
তিন থেকে চার মাস ধরে পাম্প কর্মীরা বেতন পাচ্ছেন না। বিভিন্ন দাবি দাবার ভিত্তিতে আলিপুরদুয়ার জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করলেন পাম্প কর্মীরা সোমবার বেলা দেড়টা নাগাদ। পাম্প কর্মীরা বঞ্চিত পাম্প কর্মীদের কোনরকম সহযোগিতা করা হচ্ছে না। একদিকে বেতন নেই অন্যদিকে ডি এ তারা পাচ্ছেন না। ফলে অসুবিধা সম্মুখীন হতে হচ্ছে পাপ কর্মীসহ তার পরিবারদের।