পোলবা-দাদপুর: দাদপুরের ইজতেমা স্থল পরিদর্শন করলেন রাজ্য পুলিশের ডিজি
দাদপুরের ইজতেমা স্থল পরিদর্শন করলেন রাজ্য পুলিশের ডিজি সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। আজ বুধবার বৈকাল পাঁচটা নাগাদ সূত্রের খবর ৩২ বছর পর এ রাজ্যের হুগলি দাদপুর এ ইসলাম ধর্ম সম্মেলন বিশ্ব ইজতেমা হতে চলেছে। লাখো মানুষের সমাগম হবে এই বিশ্ব ইজতেমায়। তার চূড়ান্ত প্রস্তুতি শেষ পর্যায়ে। দাদপুরের পুইনান এলাকায় বিশাল এলাকা জুড়ে তাবু পড়েছে যেখানে হবে ধর্মকথা। আর তা শুনতে আসবে দেশ-বিদেশের ইসলাম ধর্মাবলম্বী,,