বালি-জগাছা: বালির তপন দত্ত খুনের ঘটনার চার্জশিটে নাম ছিল গুলিবিদ্ধ বাবু মন্ডলের,বালি এলাকার সাপুইপাড়া এলাকায়
বসুকাঠি সাপুইপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান দেবব্রত মন্ডলকে গত রাতে গুলি করে খুনের চেষ্টা করা হয়।এই ঘটনার পিছনে অন্য কারন রয়েছে বলে মনে করছেন বালির নিহত পরিবেশবিদ তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্ত।তিনি বলেন তার স্বামীর হত্যাকাণ্ডের ঘটনায় চার্জশিটে নাম ছিলো দেবব্রত মন্ডলের।পরে সাপ্লিমেন্টরি চার্জশিটে তার নাম বাদ যায়।বাদ দেওয়া হয় প্রভাবশালী কয়েকজন তৃণমূল নেতার।যে অভিযুক্তরা গ্রেফতার হয়েছিলো পরে তারাও বেকসুর খালাস হয়ে যায়।