সোমবার সকালে শোবার থেকে এক যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়ায় ইটাহারের সিঁদুরমুচি গ্রামে। মৃতের নাম স্বপ্না বর্মন(১৯)। স্বপ্না দুর্গাপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের পড়ুয়া। তাঁর বাবা মা বিহারের একটি ইঁট ভাটায় শ্রমিকের কাজ করেন। বাড়িতে দাদু দিদা ও ভাইয়ের সঙ্গে থাকত সে। পরিজনের দাবি, রবিবার রাতে খাবার খেয়ে নিজের ঘরে ঘুমোতে যায় যুবতী। সোমবার সকালে দাদু ঘরের লাইট বন্ধ করতে গিয়ে দেখেন নাতনীর ঝুলন্ত দেহ। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করেছে।