আজই কলকাতায় সল্টলেকের আই প্যাকের অফিসে হানার ও গুরুত্বপূর্ণ নথি নিয়ে চলে যাবার বিরুদ্ধে গর্জে উঠেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশ পেয়েই সারা রাজ্য জুড়ে সমস্ত ব্লকে প্রতিবাদ মিছিল করা হয়। জামালপুর ব্লক তৃণমূল পার্টি অফিস থেকে মিছিল শুরু হয়ে বাজার ঘুর বাসস্ট্যান্ডের কাছে মিছিল শেষ করে সেখানে একটি প্রতিবাদী পথ সভা করা হয়।