আলিপুরদুয়ার ২: চেপানী চৌপথী সংলগ্ন কাঠ চেরাই মিলের ১০০ মিটারের মধ্যে উদ্ধার প্রায় ১০০ সিএফটি চোরাই কাঠ
প্রায় একশ সিএফটি চোরাই কাঠ উদ্ধার হল চেপানী চৌপথী সংলগ্ন একটি কাঠ চেরাই মিলের ১০০ মিটারের মধ্যেই। শনিবার বেলা দেড়টা নাগাদ কাঠ গুলি সাউথ রায়ডাক রেঞ্জের বনদপ্তরের কর্মীরা তাদের হেফাজতে নিয়ে যায়। গোপন খবরের ভিত্তিতে এদিন অভিযান চালায় বনদপ্তরের কর্মীরা।গত তিন দিন আগে ছিপড়া জঙ্গল থেকে প্রচুর পরিমাণে গাছ কেটে রায়ডাক এক নম্বর নদীর তীরে রেখেছিল কাঠ মাফিয়ারা। বিষয়টি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের নজরে আসার পরেই কাঠ পাচার খবর প্রকাশিত হয়েছিল।