পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে সর্বস্বান্ত হয়ে পড়া ঘরহারা পরিবারগুলির মুখে অবশেষে হাসি ফুটল। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার লালবাগ মহকুমা শাসকের দফতরের সামনে আয়োজিত মহকুমা স্তরীয় অনুষ্ঠানে লালগোলা ব্লকের তারানগর এলাকার ভাঙন দুর্গত ৫৬টি পরিবারকে জমির পাট্টা প্রদান করা হয়। এর ফলে স্থায়ীভাবে মাথা গোঁজার ঠিকানা পাওয়ার পথে এক ধাপ এগোল এই পরিবারগুলি। এদিনের অনুষ্ঠানে প্রশাসনের শীর্ষ আধিকারিকদের পাশাপাশি বিভিন্ন জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রশাসন সূত