জাতীয় যুব দিবস উপলক্ষে সোমবার হবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে হবিবপুর দলীয় কার্যালয়ে স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মদিবস পালন করা হয়। এদিন তাঁর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানানো হয় এবং যুবসমাজের মধ্যে তাঁর আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি স্বপন সরকার, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রেজিনা মুর্মু, যুব কংগ্রেস নেতা মিঠুন সরেন-সহ অন্যান্য নেতৃত্বরা।