প্রায় ৩০ কেজি বাজেয়াপ্ত করা নিষিদ্ধ শব্দবাজি নিষ্ক্রিয় করা হল ইটাহারে। সোমবার বিকালে ইটাহারের ঘেড়া এলাকায় ফাঁকা মাঠে বাজিগুলি নিষ্ক্রিয় করে বোম স্কোয়াড টিম। জানা গিয়েছে, চলতি বছরে ইটাহার থানা এলাকায় একাধিক দোকানে কালি পুজা সহ বিভিন্ন সময়ে হানা দিয়ে নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করে ইটাহারের পুলিশ। নিরাপদ স্থানে রাখা সেই সমস্ত শব্দবাজি প্রশাসনিক নিয়ম মেনে ইটাহারের পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে কড়া নিরাপত্তায় নিষ্ক্রিয় করা হয়।