শ্রীরামপুর-উত্তরপাড়া: বিহারে নির্বাচনে জয়ী NDA জোট, বৈদ্যবাটি চৌমাথায় ও ভদ্রেশ্বর স্টেশন এলাকায় আনন্দে উচ্ছ্বাসে বিজেপির নেতৃত্ব, কর্মীরা
বিহার বিধানসভা নির্বাচনে জয়ী NDA জোট। শুক্রবার হুগলির বৈদ্যবাটি চৌমাথা অঞ্চলে ও ভদ্রেশ্বর স্টেশন এলাকায় বাজি ফাটিয়ে, আবির খেলে ও লাড্ডু বিতরণের মাধ্যমে আনন্দে উচ্ছ্বাসে মাতলেন বিজেপির নেতৃত্ববৃন্দ ও কর্মীরা। উপস্থিত ছিলেন শ্রীরামপুর সাংগঠনিক জেলা বিজেপির ভাইস প্রেসিডেন্ট দিলীপ সিং ও অন্যান্যরা।