বান্দোয়ান: SIR সংক্রান্ত শিবিরে বান্দোয়ান ব্লকের কুইলাপাল পুকুরকাটা সংসদে পৌঁছালেন রাজ্য রাজ্যে তৃনমুলের এসটি সেলের সাধারণ সম্পাদক
রাজ্যে এসআইআর নিয়ে চূড়ান্ত ব্যস্ততা রাজনৈতিক দলগুলির মধ্যেও।গ্রামে গ্রামে পৌঁছে যাচ্ছেন নেতারা।খুটিয়ে দেখছেন এসআইআর বিষয়ক নথিভুক্ত এবং কাজ।শুক্রবার বেলা বারোটা নাগাদ বান্দোয়ান ব্লকের কুইলাপাল অঞ্চলে পুকুরকাটা সংসদ SIR সংক্রান্ত আলোচনা ও বাংলার ভোট রক্ষা শিবিরের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য এসটি সেলের সাধারণ সম্পাদক কলেন্দ্রনাথ মান্ডি।