মেদিনীপুর: "কাউন্সিলরদের অদূরদর্শিতা ও দুর্নীতির কারণেই মেদিনীপুর পৌরসভা কোলাপ্স করতে চলেছে": শিবু পানিগ্রাহী
"মেদিনীপুর পৌরসভার কাউন্সিলাররা অযোগ্য, তাদের অদূরদর্শিতা ও চরম দুর্নীতির কারণে মেদিনীপুর পৌরসভাতে অচলাবস্থা তৈরি হয়েছে। শীঘ্রই কোলাপ্স করবে"-বৃহস্পতিবার কর্মীদের ধর্না আন্দোলনের ইস্যুতে মন্তব্য করলেন পেনশনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শিবু পানিগ্রাহী মেদিনীপুরে।