রঘুনাথপুর ২: জোরাডি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে বিধায়ক নদিয়ার চাঁদ বাউরি
বুধবার সকালে পুরুলিয়ার পাড়া বিধানসভার অন্তর্গত রঘুনাথপুর ২নম্বর ব্লকের জোরাডি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এলাকার তথা পাড়া বিধানসভার বিধায়ক নদিয়ার চাঁদ বাউরি।এদিন বিধায়ক ঐ বিদ্যালয়ের শ্রেণী কক্ষ থেকে বিদ্যালয়ের মধ্যে অবস্থিত টিউবওয়েল থেকে ছাত্র ছাত্রীদের মিড ডে মিলের রান্নার জায়গা সহ পুরো বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনের পাশাপাশি বিদ্যালয়ের ক্ষুদে ছাত্র ছাত্রীদের সাথে বেশ কিছুক্ষণ সময় কাটান বিধায়ক নদিয়ার চাঁদ বাউরি ।