ফিশারিতে মাছ ধরতে গিয়ে অসাবধানতার কারণে জলে ডুবে মৃত্যু হল রায়দিঘি বিধানসভার মথুরাপুর দু নম্বর ব্লকের কঙ্কনদিঘি অঞ্চলের শীতল মাইতি এলাকায় এক পঞ্চাশ বছরের এক মহিলার স্থানীয় সূত্রে জানা যায় গতকাল সন্ধ্যায় শীতল মাইতি এলাকার বাসিন্দা সুমিত্রা সদ্দার বয়স ৫০ ফিশারিতে মাছ ধরতে গিয়ে অসাবধানতাবশত কারণে জলে তলিয়ে যায়। পরে স্থানীয় মানুষ ও প্রশাসনের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে রায়দিঘি বিধানসভার বিধায়ক ডাক্তার অলক জলদাতা ও রায়দিঘি থা