দিনহাটা ২: দিনহাটায় টোটো রেজিস্ট্রেশন সমস্যা নিয়ে পরিবহণ প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল কে অভিযোগ! শুনুন উত্তরে কি জানালেন
দিনহাটায় টোটো রেজিস্ট্রেশন সমস্যা নিয়ে পরিবহণ প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল কে অভিযোগ! রবিবার দুপুর দুটো নাগাদ সেই অভিযোগের ভিত্তিতে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে দিলীপ মণ্ডল বলেন অভিযোগ পেলাম। টোটো রেজিস্ট্রেশন করতে দূরবর্তী জেলা RTO অফিসে না গিয়ে বাংলা সহায়তা কেন্দ্রে করা যায় কিনা বিষয়টি গুরুত্ব সহকারে দেখবো। উল্লেখ্য গোসানিমারিতে বাংলার ভোট রক্ষা শিবিরে পরিবহন প্রতিমন্ত্রী কে কাছে পেয়ে এই অভিযোগ জানান টোটো চালকরা।