অসম-বাংলা সীমানার পাকরিগুড়ি নাকা পয়েন্টে যানবাহন চালকদের চা ও জল তুলে দিল ট্রাফিক পুলিশ। শীতে পথ-দুর্ঘটনা রুখতে ট্রাফিক পুলিশের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে। রবিবার ট্রাফিক পুলিশ সূত্রে এই খবর জানা গিয়েছে। এদিন ভোরে অসম-বাংলা সীমানার পাকরিগুড়ি নাকা পয়েন্টে যানবাহন চালকদের জল ও চা তুলে দেন পুলিশ ও ট্রাফিক পুলিশের আধিকারিকরা। দুর্ঘটনার হাত থেকে সচেতন থাকার বার্তা দেওয়া হয় চালকদের।