বাসন্তী: কুলতলীতে আদিবাসী কল্যাণ সমিতির ক্লাবের সামনে ব্যাপক উত্তেজনা।
বাসন্তী দক্ষিণ ২৪ পরগনা আদিবাসী গ্রামের মানুষের। ক্লাব ঘর ভেঙ্গে সবজি দোকান করার অভিযোগ উঠল দালাল চক্র জমি মাপিয়ে দের বিরুদ্ধে। দালাল চক্রে দখল হল রেজিস্ট্রি ক্লাব বিগত কুড়ি বছর ধরে রেজিস্ট্রি হয়ে রয়েছে ক্লাবের নামে কিন্তু আচমকায় ক্লাবের জায়গা দখল করে নিয়ে বসানো হয়েছিল।