রঘুনাথপুর ২: সাঁওতালডিহিতে রেলে কাটা ১ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করে PMএ পাঠাল আদ্রা GRP থানার পুলিশ
দক্ষিণ পূর্ব রেলের পুরুলিয়ার আদ্রা ডিভিশনের আদ্রা-ভোজুডি রেলপথে সাঁওতালডিহি রেল স্টেশনের অদূরে বগড়া গ্রামের কাছ গোয়াই নদীর ব্রিজের সামনে রেলে কাটা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল আদ্রা জি আর পি। মৃত ঐ ব্যক্তির নাম বিনোদ মল্লিক।তার বাড়ি সাঁওতালডিহি থানার অন্তর্গত নবগ্রাম গ্রামে। শুক্রবার সকালে স্হানীয় মানুষজন ও রেল কর্মীরা দেহটি দ্বি খন্ড অবস্হায় রেল লাইনের উপর পড়ে থাকতে দেখে আদ্রা জি আর পিকে খবর জানালে আদ্রা জি আর পি থানার পুলিশ দেহটি উদ্ধার করে ।