রানীগঞ্জ-মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে CADC মোড়ে বিশেষ নাকা তল্লাশি অভিযান পুলিশের। গতকাল মধ্যরাত্রি থেকে ভোর ৩ টা নাগাদ পর্যন্ত নলহাটি থানার অন্তর্গত রানীগঞ্জ-মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে CADC মোড়ে বিশেষ নাকা তল্লাশি অভিযান চালালো নলহাটি থানা পুলিশ, বিগত দিনে বীরভূমের বিভিন্ন থানা এলাকায় অবৈধ পাচার রুখেছে পুলিশ। এই অবৈধ পাচার সহ শীতের রাত্রে জাতীয় সড়কে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা এড়াতে গতকাল রাত্রিব্যাপী করা হয় এই বিশেষ নাকা তল্লাশি অভিযান।