ইংরেজবাজার: নাথীনগরে ডেঙ্গুতে মৃত্যু এক অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন সমাজসেবী এবং জেলা পরিষদের সদস্য
কথার মর্যাদা রেখে অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন সমাজসেবী!ভিন রাজ্যে কাজ করতে গিয়ে ডেঙ্গুতে মৃত মালদার শোভানগরের নাথিনগর গ্রামের অসহায় শ্রমিক ইসারুল শেখের ।প্রতিশ্রুতি দিয়েছিলেন অনেকেই তার পরিবারের পাশে থাকার কিন্তু কার্যত সেইভাবে কাউকে পাওয়া যায়নি , পরিবারকে দেওয়া বহু প্রতিশ্রুতির বাস্তবায়ন না হওয়ায় যখন কার্যত পথে বসার জোগাড়, ঠিক তখনই এগিয়ে এলেন এলাকার সমাজসেবী সুলতানা শাবানা ইয়াসমিন।