শুক্রবার বিকেলে নবদ্বীপ পৌরসভা পরিচালিত ১১তম সকার কাপের নবম ম্যাচে টাই-ব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে পরাজিত করে প্রি-কোয়াটার ফাইনালে পৌঁছে গেল ২০২৪-২৫ বর্ষে সকার কাপ চ্যাম্পিয়ন নবদ্বীপ আজাদ হিন্দ ক্লাব,এদিন বিকেলে প্রায় পাঁচ হাজার ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় গত বারের চ্যাম্পিয়ন নবদ্বীপ আজাদ হিন্দ ক্লাব বনাম ফতুল্লাপুর আজাদ স্পোর্টিং ক্লাবের মধ্যে ১১তম বর্ষ নবদ্বীপ মিউনিসিপ্যাল সকার কাপের নবম খেলা।