নওদা: নওদা থানার তল্লাশি অভিযানে উদ্ধার ৫টি তাজা সোকেট বোমা
নওদা থানার তল্লাশি অভিযানে উদ্ধার ৫টি তাজা সোকেট বোমা আবারো নওদা থানার উদ্যোগে তল্লাশি অভিযানে মিলল বিস্ফোরকের খোঁজ। শুক্রবার দুপুরে নওদা থানার টুঙ্গী সন্ন্যাসীতলা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করে প্রায় পাঁচটি তাজা সোকেট বোমা। স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযানে নামে পুলিশ। এলাকায় তল্লাশি চালাতেই পাওয়া যায় বোমাগুলি। পুলিশ বোমাগুলি উদ্ধার করে নিষ্ক্রিয় করার জন্য বোম্ব স্কোয়াডকে খবর দিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।