ইংরেজবাজার: জালালপুরে পথ দুর্ঘটনায় লরি চালকের মৃত, দেহ মনে তদন্তের জন্য নিয়ে আসা হলো মালদা মেডিকেলে
ফের মালদার কালিয়াচকে ঘটল ভয়াবহ পথ দুর্ঘটনা। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক ডাম্পারে সজোরে ধাক্কা মারল একটি ১২ চাকার লরি। ফলে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হল লরি চালকের। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াচকের জালালপুর এলাকায় ১২নং জাতীয় সড়কে। রবিবার দুপুর ১২ টা নাগাদ মৃতদেহ ময়না তদন্তের জন্য আনা হল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। স্থানীয়দের মুখ থেকে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ জালালপুরে, ১২নং জাতীয় সড়কের ধারে একটি ডাম্পার দাঁড়িয়েছিল।