সোমবার দুপুর বারোটার সময় থেকে, পাথরঘাটা শাহাবুদ্দিন মন্ডল হাই স্কুলের ছাত্রদের,তেহট্ট বিডিও অফিস প্রাঙ্গণ থেকে দেওয়া শুরু হলো সবুজ সাথী সাইকেল। সবুর সাথী সাইকেল দেওয়ার প্রোগ্রাম দুপুর ১২ টার সময় থেকে শুরু হয়েছে চলবে বিকেল তিনটের সময় পর্যন্ত।
তেহট্ট ১: তেহট্ট ১ বিডিও অফিস প্রাঙ্গণ থেকে ছাত্রদের দেওয়া হল,সবুজ সাথী সাইকেল - Tehatta 1 News