শত্রুতা বসত পুকুরে বিষ দিয়ে মাছ মেরে দেওয়ার অভিযোগ। গতকাল নাদন ঘাট থানায় অভিযোগ জানানোর পর আজ শনিবার মরে ভেসে ওঠা মাছগুলি নিয়ে নাদনঘাট থানায় হাজির হন ক্ষতিগ্রস্ত পুকুরের মালিক অভিক মন্ডল। অভিক বাবু তিনি দিন জানান পূর্বস্থলী ১ নম্বর ব্লকের দোগাছিয়া পঞ্চায়েতের অন্তর্গত সোনারুদ্র এলাকায় পুকুরে মাছ চাষ করেন তিনি। ধাত্রীগ্রাম নিবাসী এক মহিলা শত্রুতা বসত তার পুকুরে বিষ দিয়ে দেয়। স্থানীয় লোকজনেরা দেখতে পেয়ে তাকে খবর দিলে এলাকা ছেড়ে পালায় ওই মহিলা।