আজ অর্থাৎ মঙ্গলবার বিকাল সাড়ে তিনটে নাগাদ শুরু হলো ক্যানিং পূর্ব বিধানসভা MLA CUP 2026 এর প্রথম রাউন্ডের তৃতীয় দিনের চতুর্থ খেলায়। উপস্থিত ছিলেন বিধায়ক শওকত মোল্লা সহ এলাকার দলীয় নেতৃত্ববৃন্দ। এদিনের খেলাটি বাইশহাঁটা লোকাল উন্নয়ন সংস্থা কুলতলি VS UFA জুয়েলার্স সপ বজবজ এর মধ্যে হয়।