পুরসা অগ্ৰগামী যুব সংঘের উদ্যোগে বৃহস্পতিবার বিকেল চারটেয় আয়োজিত চ্যাম্পিয়ন ট্রফি ফুটবল প্রতিযোগিতা ২০২৫ এর দ্বিতীয় সেমিফাইনালের মহারণ অনুষ্ঠিত হলো। ৩৯তম বর্ষে পদার্পণ করা এই প্রতিযোগিতায় প্রতি বছরই এলাকার ফুটবলপ্রেমীরা ভিড় জমায় ভালো খেলার টানে। এবছরও তার ব্যতিক্রম হল না। আটটি দল নিয়ে ১৬ নভেম্বর শুভ সূচনা হয় এই প্রতিযোগিতা। দ্বিতীয় সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় কালনা আরিয়ান একাদশ এবং বর্ধমান লোকো কোচিং সেন্টার।