চাকদায় ইট দিয়ে মেরে প্রতিবেশী বৃদ্ধাকে খুনের অভিযোগ, অভিযুক্ত প্রতিবেশীকে দোষী সাব্যস্ত কল্যাণী আদালতের। সূত্রের খবর, 2017 সালের এপ্রিল মাসে চাকদা থানার উত্তর ভবানী পাড়ার বাসিন্দা এক বৃদ্ধাকে ইট দিয়ে মারধর করে তারই প্রতিবেশী এক ব্যক্তি। ঘটনায় আহত বৃদ্ধাকে চাকদা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। সেই ঘটনায় মৃত বৃদ্ধার ছেলে চাকদা থানায় প্রতিবেশির বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করলে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। গ্রেফতার হয় অভিযুক্ত।