লালগোলা–ভগবানগোলা রাজ্য সড়কের রমজান মাটি এলাকায় ঘটে গেল মর্মান্তিক পথদুর্ঘটনা। রবিবার সন্ধ্যা প্রায় ৫টা নাগাদ দুটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন দুই যুবক। এক জন হলেন জিয়াগঞ্জ রায়চাঁদপুরের বাসিন্দা তপন শেখ (২৫)। অপরজন লালবাগ মুক্তি জেলের একজন কয়েদি—মেহরাজ শেখ, বাড়ি হরিহরপাড়া। ঘটনার সময় তিনি বাড়ি থেকে লালগোলা মুক্তি জেলে ফিরছিলেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, উচ্চগতিতে আসা দুটি মোটরবাইক মুখোমুখি ধাক্কা মারতেই রাস্তায় ছিটকে