বান্দোয়ান: টটকো নদীর সামনে দুটি বাইকের সংঘর্ষে গুরুতর আহত হল দুই যুবক
দুটি বাইকের সংঘর্ষে গুরুতর আহত হল দুই যুবক। সোমবার আনুমানিক সন্ধ্যা নাগাদ দুর্ঘটনাটি ঘটে বান্দোয়ান থানার অন্তর্গত গুড়ুর গ্রাম পঞ্চায়েতের টটকো নদীর সামনে। জানা যায় আহত ওই ব্যক্তিদের মাথায় এবং পায়ে আঘাত লাগে। পরবর্তীকালে আহতদের উদ্ধার করে নিকটবর্তী বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।