চাঁচল ১: রানিকামাতে আলজুবিন টাউনশিপে শুরু হল চাঁচল মহকুমা পুলিশ আধিকারিকের নতুন অধ্যায়, উদ্বোধন করলেন মালদা রেঞ্জের IGP
উন্নয়নের খাতায় যোগ হল নতুন অধ্যায়। চাঁচলের রানিকামাতে অবস্থিত অত্যাধুনিক টাউনশিপ আলজুবিনে আনুষ্ঠানিকভাবে চালু হল চাঁচল মহকুমা পুলিশ আধিকারিকের দপ্তর। রবিবার মালদহ রেঞ্জের আইজিপির হাত ধরে এসডিপিও দপ্তরের শুভ উদ্বোধন হয়। আলজুবিনের জমিতে মহকুমা পুলিশ আধিকারিকের দপ্তর চালু হওয়ায় এলাকার মানুষজনের মাঝে আনন্দের আমেজ। সেখানে দপ্তর আশার ফলে পুলিশি তৎপরতা বাড়বে এবং আইনশৃঙ্খলা আরও শক্তিশালী হবে বলে আশাবাদী প্রশাসন।