খোয়াই: চেবরিতে এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী
Khowai, Khowai | Dec 3, 2025 এদিন দুপুর দুইটা নাগাদ ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী। সেখানে উপস্থিত ভক্তবৃন্দদের সঙ্গে একটি অংশগ্রহণ করে আত্মিক শান্তি এবং আনন্দ অনুভব করেছেন বলে সামাজিক মাধ্যমে নিজেই জানিয়েছেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী। এদিন ভালো সংখ্যায় ভক্তবৃন্দদের উপস্থিতি লক্ষ্য করা যায়।