ভিন রাজ্যে কাজ করতে গিয়ে ফের প্রাণ হারালেন মালদা জেলার এক পরিযায়ী শ্রমিক। জানা গেছে, মৃত শ্রমিকের নাম সাজ্জাদ খান। তাঁর বাড়ি ইংরেজবাজার ব্লকের শোভানগর গ্রাম পঞ্চায়েতের মোহনপুর গ্রামে। উত্তরপ্রদেশের মোগলসরাই এলাকায় টাওয়ারের কাজ করার সময় এক মর্মান্তিক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সাজ্জাদের অকাল প্রয়াণে দিশেহারা হয়ে পড়েছে তাঁর পরিবার।