বামনগোলা: বিহারে বিজেপির জয়, বামনগোলা মণ্ডল ২ এ ঢাক–ঢোলের উল্লাস
বিহারে বিজেপির জয়, বামনগোলা মণ্ডল ২ এ ঢাক–ঢোলের উল্লাস।বিহার নির্বাচনে বিজেপির জয়ের পর উচ্ছ্বাস ছড়িয়ে পড়ল মালদার বামনগোলা ব্লকের বামনগোলা মণ্ডল ২–এ। শুক্রবার বিকেলে চারটে নাগাদ ঢাক–ঢোল, শঙ্খধ্বনি ও বাজি ফাটিয়ে জয়ের আনন্দে মেতে ওঠেন বিজেপির কর্মী-সমর্থকেরা।বিজেপির পাকুয়াহাট দলীয় কার্যালয় থেকে একটি বিশাল র্যালি বের হয়। র্যালিটি গোটা পাকুয়াহাট এলাকা পরিক্রমা করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।উচ্ছ্বাসে ভরপুর কর্মী–সমর্থকদের দাবি, বিহারের এ