মথুরাপুর ২: বিশ্ব মানব কল্যাণ ইসলামিয়া ট্রাস্টের ডাকে রায়দিঘি গোলপার্কে অনুষ্ঠিত হলো এক সম্প্রীতি সভা
বিশ্ব মানব কল্যাণ ইসলামিয়া ট্রাস্টের ডাকে ও উত্তরপ্রদেশে আই লাভ মোহাম্মদ নামের ব্যানার লাগানোকে কেন্দ্র করে মুসলমানদের উপর যে নির্মম অত্যাচার ও মিথ্যা কেশে আসামি করার প্রতিবাদে এবং ভারতবর্ষে মুসলমানদের 72 লক্ষ বিঘা আয়কর সম্পত্তি উদ্ধারের দাবিতে আজ অর্থাৎ শনিবার দুপুর দুটো নাগাদ এক সম্প্রীতি সভার আয়োজন করা হয় ।