পটাশপুর ২: ফের SIR-র আতঙ্কে মৃত্যু দুবারের পঞ্চায়েত সদস্যার,কাঁথি আমতলিয়াতে শোকের ছায়া
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানার পূর্ব আমতলিয়া গ্রামে দুবারের পঞ্চায়েত সদস্য সুষমা রানী মন্ডল গতকাল এসআইয়ারের আতঙ্কে স্ট্রোক হয়ে মৃত্যু হয় বলে পরিবারের অভিযোগ। এসআরের ফর্ম বিওলোকে পূরণ করে দেওয়ার পর নামটি কোনভাবেই এন্ট্রি হচ্ছিল না সুষমার বাপের বাড়ি ২৪ পরগনাতে সমস্ত নথিপত্র থাকা সত্ত্বেও আতঙ্কের মধ্যে দিন কাটছিল সুষমা।কয়েকদিন ধরে মানসিক চাপে ভেঙে পড়েছিলেন বলে দাবি করেছেন সুষমা স্বামীর প্রসূন মন্ডল একই দাবী করেছেন তৃণমূল নেতা দেবাশীষ মান্না |