কেশিয়ারি: কেশিয়াড়ি ব্লক স্বাস্থ্য দফতরের পরিচালনায় বিরসা মুণ্ডার জন্মদিনে ভ্রাম্যমাণ চিকিৎসার মোবাইল মেডিক্যাল ইউনিটের উদ্বোধন
কেশিয়াড়ি ব্লক স্বাস্থ্য দফতরের পরিচালনায় বিরসা মুণ্ডার জন্মদিনে ভ্রাম্যমাণ চিকিৎসার মোবাইল মেডিক্যাল ইউনিটের উদ্বোধন করা হল শনিবার। উদ্বোধন করেন বিধায়ক পরেশ মুর্মু। প্রশাসন জানাচ্ছে, আদিবাসী অধ্যুষিত ব্লকের প্রত্যন্ত ও দুর্গম এলাকায় ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে এই প্রশাসনের এই উদ্যোগ। রাজ্য সরকারের পক্ষ থেকে স্বয়ং সম্পূর্ণ ভ্রাম্যমাণ চিকিৎসার মোবাইল মেডিক্যাল ইউনিট চালু করা হয়।