রায়না ১: রায়নায় তৃণমূলের ফেস্টুন ছেঁড়া কে ঘিরে রাজনৈতিক তরজা, জানালেন বিধায়িকা
আগামীকাল জেলায় আসছে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। তার আসার আগেই পূর্ব বর্ধমানের রায়না বিধানসভা এলাকায় তৃণমূলের পোস্টার ছেঁড়াকে ঘিরে রাজনৈতিক তরজা। এই ঘটনাটি জানিয়েছে বিধায়িকা শম্পা ধারা।তিনি আরও জানান ঘটনার কথা দল কে জানানোর পাশাপাশি পুলিশ কেও জানানো হয়েছে।