মোবাইল ছেড়ে শীতের রাতে ব্যাডমিন্টন খেলায় কিশোর ও যুব সমাজ আর নয় মোবাইল, তাই মোবাইল ছেড়ে শীতের রাতে ব্যাডমিন্টন খেলায় মাতল কিশোর ও যুব সমাজ। মুর্শিদাবাদের কান্দি শহরের সন্তোষ সিংহপাড়াতে আয়োজিত হল এক রাত্রী ব্যাপি ব্যাড মিন্টন প্রতিযোগীতা। সহযোগিতার হাত বাড়িয়ে দেন কান্দি থানা। যুব সমাজ কে খেলার প্রতি উৎসাহিত করতে উপস্থিত ছিলেন কান্দি বিধায়ক অপূর্ব সরকার, কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক, কান্দি থানার আইসি মৃণাল সিনহা ।