দাসপুর ১: গ্রামীণ হাসপাতালে জলবন্দির খবর তুলে ধরতেই নড়েচড়ে বসে প্রশাসন সংস্কারের কাজ শুরু হল
দাসপুর গ্রামীণ হাসপাতালে জলবন্দি অবস্থার ছবি দেখিয়েছিলাম আমরা।তুলে ধরেছিলাম আতঙ্কগ্রস্ত চিকিৎসক ও রোগীর পরিবারের কন্ঠস্বর। আর তার পরেই নরেচরে বসলেন প্রশাসন। আমাদের খবরের জেরেই এবার দ্রুত সমাধানের আশ্বাস প্রশাসনের। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর গ্রামীণ হাসপাতালের চতুর্দিকে জলবন্দি পরিস্থিতি ও হাসপাতালের ভিতরের চত্বর পর্যন্ত জলমগ্ন থাকার সেই ছবি আমরাই দেখিয়