শনিবার বেলা দুটো নাগাদ মাথাভাঙ্গা পঞ্চগড় গ্রাম পঞ্চায়েতের বাইস গুরি এলাকায় জেলা পরিষদের পক্ষ থেকে রিপিয়ারিং এর কাজ হচ্ছিল সেতুর। আর সেই সেতুর কাজেই উঠলো দুর্নীতির অভিযোগ। শুধু দুর্নীতিই নয় সেতুর রিপিয়ারিং এর কাজে ব্যবহার করা হচ্ছে জং ধরা রড সেই সাথে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী এমনটাও অভিযোগ। আর সেই অভিযোগে রিপিয়ারিং এর কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসীরা। ঘটনায় মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়ায় এলাকায় এবং খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশও।